৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাধুরীর উপর রেগে আগুন সালমান

‘পেহেলা পেহেলা প্যারায় হে…’  যে রোম্যান্সে একসময় ঝড় উঠেছিল সিনেপর্দায়। যা এখনও নাড়া দিয়ে যায় প্রেমিক মনে। সেই রোম্যান্স নিয়েই এখন শুরু হয়েছে বিতর্ক। কিছুদিন আগে অনুপম খেরের টিভি শো-‘ কুছ ভি হো সাকতা হে’ এর আসরে এসেছিলেন মাধুরী দীক্ষিত। যেখানে উঠে আসে একটি মন্তব্য, ‘হাম আপকে হে কোন’ ছবিতে সলমনের থেকে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন মাধুরী। আর এই খরব সামনে আসতেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। সম্প্রতি  এই নিয়ে মুখ খুলেছেন সলমন খান। ভাইজানের কথায়, এই বিষয়ে তিনি কিছুই জানেন না। যদিও দাবাং খানের বক্তব্য, “আমার মনে হয় না এমটা হয়েছিল”।

সূত্রের খবর, “হাম আপ কে হে কোন” সিনেমাটি করতে মাধুরী পেয়েছিলেন ২৭ কোটি ৩৫ লাখ ৭২৯ হাজার। সেই তুলনায় সলমনের পারিশ্রমিক ছিল অনেক কম। তবে শুধু এই ছবি নয় ‘দিল তো পাগাল হে’ সিনেমাটিতেও নাকি শাহরুখের পারিশ্রমিক ছিল মাধুরীর থেকে কম।

সম পারিশ্রমিকের দাবিতে বর্তমানে তোলপাড় বলিপাড়া। কঙ্গনা থেকে দীপিকা, প্রিয়াঙ্কা, ক্যাটরিনা যখন সবর এই দাবি-তে। আর এই সময় মাধুরীর এই সত্য সামনে আসতেই শুরু হয়েছে আরও বিতর্ক।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ