চার দফা দাবিতে সোমবার সকাল থেকে মাদারীপুরে তিন শতাধিক স্বাস্থ্য সহকারী অনির্দিষ্টকালের জন্যে কর্মবিরতি শুরু করেছেন। এতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে স্বাস্থ্য সেবায়। ফলে স্বাস্থ্য সেবা নিতে আসা গর্ভবতী নারী ও শিশুরা পড়েছে দুর্ভোগে।
স্বাস্থ্য সহকারীদের দাবী, বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা, মাঠ ভাতাসহ মূল বেতনের ৩০ শতাংশ বৃদ্ধি, ১০ শতাংশ পোষ্য কোটা এবং প্রতি ৬ হাজার লোকের জন্যে একজন করে স্বাস্থ্য সহাকারী নিয়োগ করতে হবে।
এসময় মাদারীপুরে কর্মরত তিন শতাধিক স্বাস্থ্য সহকারী বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্মবিরতি শুরু করে। তারা দাবি করেন, টিকাদান কর্মসূচি, আর্সেনিক রোগ নির্ণয়, সংক্রামক রোগ, কমিউনিটি ক্লিনিকে সেবা প্রদানসহ স্বাস্থ্য সেবায় দীর্ঘ দিন ধরে নিয়োজিত রয়েছে। এরপরেও তারা টেকনিক্যাল পদ মর্যাদা থেকে বঞ্চিত। ফলে তাদের চার দফা দাবি না মানা হলে অনির্দিষ্টকালের জন্যে তারা কর্মস্থলে কাজ থেকে বিরত থাকবে।