সৌদি আরবে শিরচ্ছেদ নতুন কিছু নয়।তরবারি দিয়ে শিরশ্ছেদের মাধ্যমে সেখানে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।মঙ্গলবার মাদক পাচারের দায়ে এক নাগরিকের শিরশ্ছেদ করে মৃত্যুদন্ড কার্যকর করেছে ।এ বিষয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলীয় তাবুক এলাকায় আবদুল্লাহ রওয়াইলি নামের এ সোদি নাগরিকের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। সৌদি আরবে বেশিরভাগ মৃত্যুদন্ডই কার্যকর করা হয় ধারালো তরবারি দিয়ে শিরশ্ছেদের মাধ্যমে।এক পরিসংখ্যানে পাওয়া যায়, ২০১৫ সালে সৌদি আরবে ১৫৩ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়। তাদের অধিকাংশের বিরুদ্ধে মাদক পাচার ও খুনের অভিযোগ প্রমাণিত হয়।সৌদি আরবে গত বছর মৃত্যুদন্ড কার্যকরের সংখ্যা গত দুই দশকের মধ্যে সবচেয়ে বেশি বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
মাদক পাচারের দায়ে সৌদি আরবে শিরশ্ছেদ
