৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদক চোরাচালানে বদির জড়িত থাকার প্রমাণ মেলেনি

চোরাচালান ও মাদক ব্যবসার সঙ্গে সরকার দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, অনেকেরই নাম আছে। তবে সংসদ সদস্য বদির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

রাজধানীর তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মিলনায়তনে প্রথম শ্রেণির কর্মকর্তাদের একটি সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত অনেকেরই নাম আছে। যথাযথ প্রমাণ পেলেই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। প্রমাণ না পেলে কারও নাম বলা ঠিক না। মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা কর্মকর্তাদের বস্তুনিষ্ঠভাবে তথ্য সংগ্রহ করারও নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অধিদফতরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ