[english_date]

মাদকাসক্তির কথা স্বীকার করলেন শ্রুতি হাসান

কিংবদন্তি অভিনেতা কমল হাসানের কন্যা শ্রুতি হাসানের জনপ্রিয়তার যেমন কোন কমতি নেই, তেমনি তাকে নিয়ে গুঞ্জনেরও শেষ নেই। বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করে অন্য নারীর সংসার ভাঙা, প্লাস্টিক সার্জারি করে নিজেকে আমুল বদলে ফেলা থেকে শুরু করে মাদকাসক্তিতে আক্রান্ত- এমন অসংখ্য গুঞ্জন এই নায়িকাকে ঘিরে। একে একে নিজেই সবটা স্বীকারও করছেন যেন এই নায়িকা। এক সাক্ষাৎকারে সার্জারি করে চেহারা বদলে ফেলার কথা স্বীকার করার পর এবার এই তারকা মুখ খুললেন তার মাদকাসক্তির গুঞ্জন নিয়ে।

 

মাদক ও নেশায় আসক্তির বিষয়ে শ্রুতি জানালেন, তিনি নেশায় আসক্ত ছিলেন না সেভাবে। তবে অ্যালকোহল তথা মদ তার জীবনের বড় একটা অংশ ছিল। যেটা এখন অতীত অধ্যায়।

শ্রুতি বলেন, ‘গত ৮ বছর ধরে আমি সংযত আছি এসব থেকে। আসলে যখন আপনি মদ্যপান করেন না, তখন কোনও পার্টিতে থাকা খুব কঠিন হয়ে যায়। তবে সংযত হয়ে যাওয়া নিয়ে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই। আমার মতে, সংযত হওয়া আমার নিজের জন্যই ভালো।’

শ্রুতি হাসান জানান, তিনি একসময় বন্ধুদের সঙ্গে প্রচুর মদ্যপান করতেন। তার ভাষ্য, ‘আমি কখনও নেশায় আসক্ত ছিলাম না। কিন্তু অ্যালকোহল (মদ) আমার জীবনের একটা বড় অংশ ছিল। একটা সময় পর এটাকে আমার অনর্থক মনে হয়েছে। কারণ, আমি প্রায়শই মাতাল থাকতাম এবং বন্ধুদের সঙ্গে মদ্যপান করতে চাইতাম।’

এদিকে শ্রুতি হাসানকে সর্বশেষ গায়িকার ভূমিকায় পাওয়া গেছে। মাস খানেক আগেই প্রকাশ হয়েছে তার নতুন গান ‘মনস্টার মেশিন’। যেখানে ব্যতিক্রম রূপে অভিনয়ও করেছেন তিনি। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শ্রুতির নতুন ছবি ‘সালার’। প্রশান্ত নীল নির্মিত এ ছবিতে তিনি অভিনয় করেছেন প্রভাস ও পৃথ্বীরাজ সুকুমারের সঙ্গে।
একে একে যেহেতু সবটাই জনগনের সামনে আনছেন শ্রুতি, এখন দেখার বিষয় কবে তিনি সহশিল্পী ধানুষের সঙ্গে প্রেমের বিষয়ে বোমা ফাটান!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ