২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাত্র এক মাইল রিকশা ভাড়া ২৫০০০ টাকা

লন্ডনের রাস্তায় মাত্র এক মাইল রিকশা চালিয়ে যাত্রীর কাছ থেকে ২০৬ পাউন্ড (বাংলাদেশের টাকায় প্রায় ২৫ হাজার টাকা) নেয়ার অভিযোগ উঠেছে এক রিকশা চালকের বিরুদ্ধে। একটি ভিডিও প্রকাশ করে ব্রিটিশ সংবাদপত্র ইভনিং স্ট্যান্ডার্ড এই খবর দিয়েছে।
শহরের মাঝখানে অক্সফোর্ড সার্কাস থেকে মার্বেল আর্চ পর্যন্ত রিকশায় করে যাওয়া এই যাত্রীরা বিদেশি পর্যটক। এই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, সেখান দিয়ে যাওয়ার সময় একজন পুলিশ রিকশা চালককে জিজ্ঞেস করছেন; এতোটুকু রাস্তার জন্যে ২০০ পাউন্ড দাবি করছেন কেনো। পুলিশের কথায় চালক কান দেননি। বরং জবাব ছিলো তার দাম বা প্রাইস লিস্ট এরকমই এবং অর্থ ফেরত দিতেও তিনি অস্বীকৃতি জানান।
ভিডিওটির ধারণকারী বলেছেন, এই ঘটনায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। লন্ডনের রাস্তায় ১৬ বছর ধরে ক্যাব চালানো এই চালক বলেছেন, এটুকু পথের জন্যে হয়তো সাত পাউন্ড নেয়া যেতো।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ