
কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা জোরদার হয়েছে। চলছে সাজ-সজ্জা ও প্রস্তুতি। শহীদ মিনার এলাকায় নিরাপত্তার দায়িত্বে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে দেখা যায়, কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় পুলিশের সদস্যরা নিরাপত্তা বলয় তৈরি করেছে। নির্ঘুম চোখে শহীদ মিনারে পাহারা দিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। কোনো ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে করা হচ্ছে জেরা-তল্লাশি।
ইতোমধ্যেই শহীদ মিনারের মূল প্রাঙ্গণে বাঁশ দিয়ে নির্মাণ করা হয়েছে সীমানা প্রাচীর, ল্যাম্পপোস্টগুলোতে বসানো হয়েছে উজ্জ্বল বৈদ্যুতিক বাতি। শহীদ মিনারের বেদী সংস্কার করা হয়েছে, দেয়া হয়েছে সাদা রঙের আঁচড়।
পোস্টটি যতজন পড়েছেন : ৮৩