১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাঠে নামছে ইউরোপের ফুটবল পরাশক্তিগুলো

মূল পর্বে ওঠার লড়াইয়ে আজ রাতে মাঠে নামছে ইউরোপের পরাশক্তি দলগুলো। রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে জার্মানি। আর এ ম্যাচে ড্র করলেই মূল পর্ব নিশ্চিত হবে জার্মানদের। আরেক ম্যাচে ডেনমার্কের বিপক্ষে পর্তুগাল ড্র করলেই জায়গা হবে মূল পর্বে।

এদিকে, ১৯৮৬ সালের বিশ্বকাপের পর প্রথম কোন বড় আসরের মূল পর্বে খেলার হাতছানি নর্দান আয়ারল্যান্ডের সামনে। গ্রিসের বিপক্ষে জয় পেলেই মূল পর্বে উঠবে তারা। আর সবগুলো ম্যাচই শুরু হবে আজ রাত পৌনে একটায়।

২০১৬ ইউরো বাছাইপর্ব। যেখানে নিজেদের পারফরম্যান্স দেখিয়ে মূল পর্বে যেমন উঠে আসে অনেক নতুন দল। তেমনি আবার পতনও ঘটে অনেক পুরাতনের। সেই বাছাইপর্বেই এবার ডাবলিনের মাঠে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে লড়তে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

ডি গ্রুপের এই ম্যাচে জার্মানির জন্য মূল পর্বের টিকিট নিশ্চিত করতে কেবল ড্র’ই যথেষ্ট। ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা জার্মানরা পরিসংখ্যানের দিক দিয়ে অনেকটাই এগিয়ে প্রতিপক্ষের চেয়ে। কারণ শেষ ৫ ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডের জয়ের সংখ্যা যেখানে দুই। সেখানে জার্মানিদের ৪টি। এছাড়া, দুদলের হেড টু হেড লড়াইয়েও এগিয়ে জোয়াকিম লোর শিষ্যরা।

কেননা, জার্মানির বিপক্ষে শেষ ৬ ম্যাচের একটিতেও যে জয়ের মুখ দেখেনি গ্রিন আর্মিরা। যদিও লুকাস পোডলস্কিকে এ ম্যাচে পাচ্ছে না জার্মানরা। তাই আক্রমণভাগের মূল কেন্দ্র হিসেবে থমাস মুলারের ওপরই ভরসা রাখছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

এদিকে, গ্রুপ আইতে ডেনমার্কের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় রোনালদোর পর্তুগাল। যে ম্যাচটিতে শুধু ড্র করতে পারলেই মূল পর্বের টিকিট নিশ্চিত সিআর সেভেনদের। এছাড়া দু’দলের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে পর্তুগিজরা।

শেষ ৫ ম্যাচের ৩টিতেই জয়ের রেকর্ড আছে ফার্নান্দো সান্তোসের দলটির। সেই সাথে অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর বর্তমান ফর্মটা বাড়তি আত্মবিশ্বাসই জোগাবে সেলেকাওদের। তাই ব্রাগার মাঠে জয়ের জন্যই মাঠে নামতে চাইবে পর্তুগিজরা।

অন্যদিকে, ১৯৮৬ সালের বিশ্বকাপের পর এই প্রথম বড় কোন আসরের মূল পর্বে খেলার হাতছানি নর্দান আয়ারল্যান্ডের সামনে। কারণ বেলফাস্টের মাঠে গ্রুপ এফ এর লড়াইয়ে গ্রিসের বিপক্ষে এই ম্যাচে জয় পেলেই যে, মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করবে তারা। যদিও দু’দলের মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে গ্রিকরাই।

তবে, নিজেদের শেষ ৫ ম্যাচে গ্রিস জয়ের মুখ না দেখলেও, নর্দান আয়ারল্যান্ডের জয় আছে দুটিতে। তাই এ ম্যাচেও জয় তুলে নিয়ে মূল পর্বের টিকিট কাটতে চাইবে মাইকেল ওনিলের দল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ