[english_date]

মাঠে দর্শক প্রবেশ ঠিক না: মাশরাফীর বাবা

খেলা মানেই যেন আবেগ। সেটি হোক ফুটবল কিংবা ক্রিকেট। কখনও কখনও সে আবেগ তীব্র হয়ে বিপদের কারণও হয়ে ওঠে। তেমনই এক আবেগের বহিঃপ্রকাশ খেলা চলাকালীন মাঠে দর্শক ঢুকে পড়া। তবে এ ধরনের আবেগকে সমর্থন করেন না বাংলাদেশের তারকা ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজার বাবা।

সোমবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ডমিনেটর্সের ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়েন এক দর্শক। সে সময়ে ওই দর্শক মাশরাফীর পায়ে পড়েন। আর মাশরাফী তাকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরেন।

 

মাঠে ঢুকে পড়া ওই ভক্তের মাথায় ছিল সিলেট স্ট্রাইকার্সের ব্যান্ড। মুখে বাংলাদেশের পতাকার রং, আর বুকে-পিঠে ছিল মাশরাফীর ছবি লাগানো। সেটি দেখেই মনে হচ্ছিল, তিনি দ্য নড়াইল এক্সপ্রেসের ভক্ত।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন মাশরাফীর বাবা গোলাম মোর্ত্তজা। তিনি বলেন, ‘অবশ্যই সমর্থকদের একটু সংযত হয়ে থাকা উচিত। কারণ এটি ক্রিকেট খেলা, এখানে যা ইচ্ছে তাই করা যায় না। দর্শকদের বিষয়টি বোঝা উচিত, তারা মাঠে ঢুকলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপরে এক ধরনের চাপ তৈরি হয়। ক্রিকেট খেলার মাঠে এ ধরনের আবেগ দেখানোর কোনো সুযোগ নেই।’

 

২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও এমন এক মাশরাফী ভক্ত মাঠে ঢুকে পড়েন। পরে সেই ভক্তকে জেল হেফাজতে নেয়া হয়েছিল। এবারের ভক্তকেও নেয়া হয়েছে পুলিশ হেফাজতে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ