স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘খালেদা জিয়া বিদেশে বসে প্রধানমন্ত্রীকে আক্রমণাত্মক ভাষায় কথা বলে তিনি নিজেই সংলাপ ও সমঝোতার পরিবেশ নষ্ট করেছেন। তার ভাষা আন্তরিক নয়। এছাড়া এদেশে অনেক রাজনৈতিক সংলাপ হলেও তা সবই ব্যর্থ হয়েছে। তাই বিএনপির সঙ্গে নয়, সংলাপ হবে ২০১৯ সালের জনগণের সঙ্গে।’ সংলাপের নাটক পরিহার করে আগামী নির্বাচনে প্রস্তুতি গ্রহণ করার জন্য তিনি খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে তথ্য দর্পণের উদ্যোগে আয়োজিত জলবায়ুর প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রী কথায় কথায় সংলাপের কথা বলেন। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সংলাপ হলে তাদের অবস্থান কী হবে? তারা তো প্রথম থেকেই একাত্তরের ঘাতকদের বিচারে বিরোধীতা করে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীর দিন তারা কেক কেটে উল্লাস করে। তারা তো মূল বিষয়ে কখনো একমত হতে পারে না। তাই তাদের সঙ্গে সংলাপ করে সমঝোতা হবে কীভাবে?
আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপির অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘মাঠে আসুন, খেলি। খেলার মাঠে পালিয়ে গেলে হবে না। রিয়াল টাইগারদের কাছে শনিবার জিম্বাবুয়ে হেরেছে। বাংলাদেশের টাইগারদের ভয় পেয়ে অস্ট্রেলিয়া পালিয়ে যায়।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশের উন্নয়ন করছেন তাতে আগামী নির্বাচনেও বিএনপির জিম্বাবুয়ের মতো পরাজয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিজস্ব অর্থায়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করায় প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন্স অব দ্যা আর্থ অর্জন করেছেন। ২০১৯ সালের নির্বাচনেও জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি চ্যাম্পিয়ান্স অব বাংলাদেশ হবেন।’
দৈনিক তথ্য দর্পণের সম্পাদক মোহাম্মদ মুজিবর রহমান শামীমের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আজিজুল হক ভুইয়া, গবেষক মোহাম্মদ জসীম উদ্দিন প্রমুখ।
দুপুরে স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেশন ম্যাকানিজম এর সভায় সভাপতিত্ব করেন।