[english_date]

মাটির নীচে মিলল এক লক্ষ টন সোনার থাকার ‘গন্ধ’

ঝাড়খন্ডের রাজধানী রাঁচির কাছে মাটির নীচে এক লক্ষ টন সোনার থাকা ‘গন্ধ’ মিলল৷ রাঁচির খুব কাছে তমার এলাকায় এই বিপুল পরিমাণ সোনা মজুত থাকা সন্ধান পেয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া৷ ঝাড়খন্ডে এর আগেও একবার মাটির নীচে বিপুল পরিমাণ সোনা মজুত থাকার ঘটনা সামনে এসেছিল৷ দ্বিতীয়বার একই সম্ভাবনা দেখা দেওয়ায় মাটি খনন করার ভাবনা শুরু করেছে ভূ-তত্ব সর্বেক্ষণ৷ সম্ভবত, বর্ষা মরশুম শেষ হওয়ার পরই তমারের ওই এলাকায় খননকার্য শুরু করতে চায় ভূ-তত্ব সর্বেক্ষণ৷ এই খননকার্য চলবে রাঁচির তমার এলাকার পাঁচ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে৷

কিছুদিন আগেও ওই এলাকায় জিএসআই ড্রিল মেশিন দিয়ে পরীক্ষা চালিয়েছিল৷ সেই  সময়ই তারা তমারের মাটির নীচে বিপুল পরিমাণ সোনা থাকার লক্ষ্মণ পেয়েছিল৷ জিআইসের বিজ্ঞানীদের ধারণা, ওই এলাকায় মাটির নীচে কমপক্ষে একলক্ষ টন সোনা মজুত রয়েছে৷ যার আনুমানিক বাজারমূল্য ২৫ হাজার কোটি টাকা৷

ঝাড়খন্ডের প্রাক্তন ভূ-তত্ব নির্দেশক জেপি সিংয়ে র দাবি, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে প্রাথমিক রিপোর্ট পেয়েছিলেন৷তবে, এখনও পর্যন্ত চূড়ান্ত রিপোর্ট  সরকার পায়নি৷ এই রিপোর্ট পেলেই শুরু হবে খনন কাজ৷ প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, রাঁচির কাছে তমার সংলগ্ন সিঁন্দুরি, লুঙ্গট, হেপসেল এবং পরাসি এলাকায় মাটির নীচে সোনার অফুরন্ত ভাণ্ডার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ