ঝাড়খন্ডের রাজধানী রাঁচির কাছে মাটির নীচে এক লক্ষ টন সোনার থাকা ‘গন্ধ’ মিলল৷ রাঁচির খুব কাছে তমার এলাকায় এই বিপুল পরিমাণ সোনা মজুত থাকা সন্ধান পেয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া৷ ঝাড়খন্ডে এর আগেও একবার মাটির নীচে বিপুল পরিমাণ সোনা মজুত থাকার ঘটনা সামনে এসেছিল৷ দ্বিতীয়বার একই সম্ভাবনা দেখা দেওয়ায় মাটি খনন করার ভাবনা শুরু করেছে ভূ-তত্ব সর্বেক্ষণ৷ সম্ভবত, বর্ষা মরশুম শেষ হওয়ার পরই তমারের ওই এলাকায় খননকার্য শুরু করতে চায় ভূ-তত্ব সর্বেক্ষণ৷ এই খননকার্য চলবে রাঁচির তমার এলাকার পাঁচ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে৷
কিছুদিন আগেও ওই এলাকায় জিএসআই ড্রিল মেশিন দিয়ে পরীক্ষা চালিয়েছিল৷ সেই সময়ই তারা তমারের মাটির নীচে বিপুল পরিমাণ সোনা থাকার লক্ষ্মণ পেয়েছিল৷ জিআইসের বিজ্ঞানীদের ধারণা, ওই এলাকায় মাটির নীচে কমপক্ষে একলক্ষ টন সোনা মজুত রয়েছে৷ যার আনুমানিক বাজারমূল্য ২৫ হাজার কোটি টাকা৷
ঝাড়খন্ডের প্রাক্তন ভূ-তত্ব নির্দেশক জেপি সিংয়ে র দাবি, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে প্রাথমিক রিপোর্ট পেয়েছিলেন৷তবে, এখনও পর্যন্ত চূড়ান্ত রিপোর্ট সরকার পায়নি৷ এই রিপোর্ট পেলেই শুরু হবে খনন কাজ৷ প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, রাঁচির কাছে তমার সংলগ্ন সিঁন্দুরি, লুঙ্গট, হেপসেল এবং পরাসি এলাকায় মাটির নীচে সোনার অফুরন্ত ভাণ্ডার