৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাটিরাঙ্গায় সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে আটক দুই

চাঁদাবাজি, সন্ত্রাসী, অপহরণ ও ধর্ষনের মতো ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের এক নেতাসহ দুই জনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হলো, বাইল্যাছড়ি রাবার বাগান এলাকার বাসিন্দা মৃত মনোরঞ্জন ত্রিপুরার ছেলে সজীব ত্রিপুরা (২২) ও প্রিয় রঞ্জন ত্রিপুরা (৩৮)। আটককৃতরা দুজনই আপন সহোদর বলে জানা গেছে।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর গোলাম রাব্বানীর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল শনিবার বিকালে উপজেলার বাইল্যাছড়ি এলাকা থেকে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছে থেকে কিছু উস্কানীমুলক পোস্টারও উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে পাহাড়ী ছাত্র পরিষদের কর্মী সজীব ত্রিপুরা চলতি বছরের এপ্রিল মাসের ১২ তারিখে বাইল্যাছড়ি এলাকা থেকে দীপা ত্রিপুরা (১৮) ও আবদুল হান্নান (২৪)কে অপহরণ করেছে। এবং দীপা ত্রিপুরাকে গণ-ধর্ষনের সাথে সরাসরি জড়িত ছিল।
আটককৃতদের গুইমারা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন গুইমারা থানার অফিসার ইনচার্জ মো: মোস্তাফিজুর রহমান।
এদিকে আটককৃত সজীব ত্রিপুরা নিজেকে পিসিপির কর্মী দাবী করেছে। তার স্বীকারোক্তিতে জানাযায়,  সে দীর্ঘদিন ধরে বাইল্যাছড়ি সাইনবোর্ড এলাকা সহ আশে-পাশের এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি ও অপহরণ এবং ধর্ষনের মতো অপরাধের সাথে জড়িত ছিল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ