৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাটিরাঙ্গায় মটরসাইকেল চালকের লাশ উদ্ধার

2121খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার মটরসাইকেল চালক আজিজুল হাকিম শান্তর লাশ উদ্ধার করা হযেছে।অপহরণের চারদিন পর রবিবার সকাল ১০ টার দিকে খাগড়াছড়ির আলুটিলা পাহাড়ে তার লাশ পাওয়া যায়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে খাওয়া-ধাওয়া শেষে মোটরসাইকেল ভাড়া মারার জন্য বের হওয়ার পর আর বাড়িতে ফিরেনি। নিখোঁজ মোটরসাইকেল চালক মো. আজিজুল হাকিম শান্তর বাবা মো. ছালেহ আহাম্মদ জানান, সেদিন রাত ৯টার সময় খাগড়াছড়ি থেকে ভাড়া নিয়ে মাটিরাঙ্গা ফিরে এসে সর্বশেষ কথা বলে সে।
এরপর থেকে রাত ১১টা পর্যন্ত তার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও সে ফোন ধরেনি। তখন বিষয়টি পার্শ্ববর্তী লোকজন ও অন্যান্য মোটরসাইকেল চালকদের জানালে তারাও তার সাথে কথা বলার চেষ্ঠা করে ব্যার্থ হয়। সারারাত তাকে বিভিন্ন স্থানে খোঁজ করার পর পাওয়া যায়নি।
নিখোঁজ মোটরসাইকেল চালক আজিজুল হাকিম শান্ত মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের নতুনপাড়া গ্রামের মো. ছালেহ আহাম্মদ এর ছেলে। তার এক কন্যা সন্তান আছে বলে জানা যায়। এ বিষয়ে কোন মামালা করা হয়েছে কিনা তা এখন জানা যায় নি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ