১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যিালয়ের রুটিন দায়িত্বে প্রক্টর ড. মো. সিরাজুল ইসলাম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর রুটিন দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক, লাইফ সাযেন্স অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. সিরাজুল ইসলাম। ভাইস চ্যান্সেলর এর অনুপস্থিতিতে ৫ নভেম্বর বৃহস্পতিবার থেকে আগামী ১১ নভেম্বর পর্যন্ত ড. মো. সিরাজুল ইসলামকে এ দায়িত্ব পালনের জন্য শিক্ষা মন্ত্রণালয় একটি অফিস আদেশ দিয়েছে। সুইজারল্যান্ডের ল্যুজেনিতে ৬ নভেম্বর শুক্রবার থেকে ৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় ‘ইন্টারনেশনাল ইউনিভার্সিটি স্পোর্টস ফেডারেশন’ (এফআইএসইউ) এর ৩৪ তম জেনারেল অ্যাসেম্বিলিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের প্রতিনিধি হিসেবে যোগদান করতে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন বৃহস্পতিবার সকালে জেনেভার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আগামী ১৪ নভেম্বর তার এর দেশে ফিরার কথা রয়েছে।

অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।
উল্লেখ্য ড. মো. সিরাজুল ইসলাম এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগে ২০০৭ সালের ১০ নভেম্বর সহকারী অধ্যাপক পদে যোগদান করেন। ২০১৫ সালের ১৮ এপ্রিল তিনি ইসএসআরএম বিভাগে অধ্যাপক পদে নিয়োগ পান। এছাড়া তিনি ২০১৩ সালের ১১ জুন থেকে ২০১৫ সালের ১৫ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগরিকের দায়িত্ব পালন করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ