এ সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। সাইকেল পিয়ার জন্য নতুন এক অভিজ্ঞতা। সাইকেলের পিঠে চড়ে একটু এগুতেই মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা খেলেন- কিন্তু তিনি ভারসাম্য হারিয়ে ফেলেননি। আবার নিজেকে স্বাভাবিক করে নিয়েই সাইকেলে প্যাডেল মারলেন। এবার সোজা সাইকেল চালিয়ে রাস্তার শেষ প্রান্তে চলে গেলেন।
সাইকেল চালানো একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন পিয়া। তিনি লিখেছেন ‘গতকাল প্রথম এক ঘণ্টা সাইকেল চালিয়েছি। আজ ১৫ মিনিট সাইকেল চালাবো। জানি না কাল এতটুকু দিয়ে কাল শুটিং সম্পূর্ণ করতে পারবো কি না। গতকাল সাইকেল চালাতে গিয়ে একবার কাদায় পড়েছি।
প্রথমবার সাইকেল চালানোর অভিজ্ঞতা নিয়ে পিয়া জানান, পরিচালক গোলাম মুক্তাদির এর পরিচালনায় একটি নাটকে আমি অভিনয় করবো। সেখানে একটি দৃশ্যে আমাকে সাইকেল চালাতে হবে। যার কারণে আমি সাইকেল চালানো শিখছি। তবে অল্প সময় পেয়েছি সাইকেল চালানো শিখতে। জানি না কি হবে!