মোঃ সাব্বির হোসেন, ঝিনাইদহ : ঝিনাইদহ মহেশপুর উপজেলার শ্যামকুড়ে ১০০ পিচ ইয়াবা সহ এক মদক ব্যবসায়ীকে গত ১৫ সেপ্টেম্বর রাতে আনুমানিক ৯টার দিকে আটক করা হয়েছে। জানা গেছে দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত। যার ফলে এলাকাবাসীর যুবসমাজ ধ্বংসের দিকে ঢলে পড়ছে । আটককৃত মাদক ব্যবসায়ী মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের শ্যামকুড় গ্রামের পশ্চিম পাড়া মৃত-ফজলুর করিমের ছেলে মনির হোসেন(৪০) । এ বিষয়ে জানতে চাইলে দত্তনগর ফাঁড়ির পুলিশ ইনচার্জ অজয় কুমার কুন্ড সাংবাদিককে বলেন গোপন সংবাদের ভিত্তিতে দত্তনগর পুলিশ ফাড়ির এ এস আই মোঃ শেখ নবি সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় শ্যামকুড় বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত সময় তার কাছে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দত্তনগর ফাঁড়ির পুলিশ ইনচার্জ অজয় কুমার কুন্ড আরো বলেন আপনারা তথ্য দিন মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিন । মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করার পর তাকে মহেশপুর থানায় সোর্পদ করা হয়। দায়ের নং-২৭।
মহেশপুর সীমান্তে মাদক ব্যবসায়ী মনির আটক
