স্ত্রী সালমা আক্তার তানজিনাকে হত্যার অভিযোগ উঠেছে সেনা সদস্য ফজলুল কাদের সাধনের বিরুদ্ধে।জেলার মহেশপুর উপজেলায় এই ঘটনা ঘটে।নিহত সালমা মহেশপুর উপজেলার মান্দারতলা গ্রামের আব্দুল হকের মেয়ে। চার বছর আগে প্রেম করে একই গ্রামের আব্দুল কাদের মাস্টারের ছেলে ফজলুল কাদের সাধনের সঙ্গে তানজিনার বিয়ে হয়।
প্রায় দুই মাস ধরে ভগ্নিপতি সাধনের সঙ্গে তার বোনের বনিবনা হচ্ছিল না,অভিযোগ নিহতের ভাই সাইফুল ইসলাম মিলনের। গত মঙ্গলবার রাতে তাদের মধ্য কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে সাধন তার বোনকে হাত-পা বেঁধে মারধর করে। পরে ঘরের আড়ার সঙ্গে সালমাকে ঝুলিয়ে সে আত্মহত্যা করেছে বলে প্রচার চালায়। তিন দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় লাশের ময়নাতদন্ত হয়।এ বিষয়ে ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. মোজাম্মেল হক জানান, তানজিনাকে নির্যাতনের পর হত্যার আলামত পাওয়া গেছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।নিজেকে এভাবে কেও আঘাত করতে পারে না।
মহেশপুর থানার সেকেন্ড অফিসার ফরিদ আহম্মদ বলেন, গৃহবধূ তানজিনাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।