আব্দুল্লাহ আল মামুন,ঝিনাইদহ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর বিএডিসি খামার থেকে অনুমোদন ছাড়াই বাবলা গাছ কাটা হয়েছে। মহেশপুরের দওনগর বিএডিসির, গোকুলনগর গনকু-৪ এর ব্লক এ কৃষিখামার থেকে এই বাবলা গাছ কর্তন করেছে খামারের কর্মচারীরা।
জানা গেছে বুধবাররাতে কেশবপুর গ্রামের ওয়াশম্যান আজাবুল ইসলাম, গরিম মেট , মোঃ মোফাজ্জেল হোসেন মোফা ও সুটিয়া গ্রামের সর্দার মানোয়ার হোসেন ওরফে সামু সরদার চার জনে মিলে গাছটি কাটে। তারা এর আগেও খামার থেকে অনেক গাছ চুরি করে কেটেছে। বুলও মুসা কৃষি খামারে দীর্ঘ ৭ বছর ধরে দিন মুজরীর কাজ করে। এই ঘটনার আগেও তাদের নামে নানা অভিযোগ আছে ফার্মের কর্মকর্তা ও এলাকাবাসীদের।
এ বিষয়ে আজাবুলের কাছে জানতে চাইলে,তিনি বলেন গোকুলনগর কৃষিখামারেরমাঠপরিদর্শক ন ব্লক এএর(ভিএডি) সালাউদ্দীনের পরামর্শে গাছটিকাটাহয়েছে। গোকুলনগর কৃষিখামারের মাঠপরিদর্শক সালাউদ্দীনের কাছে জিজ্ঞাসা করেলে,তিনি বিষয়টি অস্বীকার করেন।
দত্তনগর পুলিশ ফাড়ীর ইনচার্জ অজয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাবলা গাছ চুরি করেকাটা হয়েছে এমন খবরের ভিত্তিতেআমরা সেখানে যায়এবং দেখতে পায় একটি বাবলা
গাছকাটা হেয়েছে। গাছটি লুকানোর জন্য পানির ভিতর রাখা হয়েছিলো।
এলাকাসী জানায় এসমস্ত গাছ গুলো স্থাণীয়প্রভাবশালীদের কথায় কাটাহয়।দত্তনগর ফার্মের ব্লক এর ডিডি তপন কুমার সাহা বিষয়টি অস্বকিার করেন। গাছটি মরা চিল বলে তিনি জানা। যদি কেহ তাজা গাছ কেটে থাকেন তাহলে তার বিরুদ্ধে আইনুনাগ ব্যবস্থা নেওয়া হবে।
মহেশপুরের দত্তনগর বিএডিসি খামার থেকে অনুমোদন ছাড়াই গাছকর্তনের অভিযোগ
