১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহিলার দাবি, ‘সিঙ্গল’ বলেই ১১৫ বছর দিব্যি কাটিয়ে দিলেন সুস্থভাবে’

লন্ডন: এম্মা মোরানো, ইউরোপের প্রবীণতম মহিলার দাবি, ‘সিঙ্গল’ থাকার জন্যই তিনি ১১৫ বছর দিব্যি কাটিয়ে দিলেন সুস্থভাবে। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এম্মা বলেছেন, ১৯৩৮ সাল থেকে তিনি সিঙ্গল। আর তাই নাকি তিনি সুস্থ ও সবল। অবশ্য সিঙ্গল থাকার পাশাপাশি রোজ কাঁচা ডিমও তাঁর স্বাস্থ্যের গোপন রহস্য। কিন্তু স্বামীর মৃত্যুর পরেও নিশ্চয় অন্য সম্পর্কের হাতছানি এসেছিল জীবনে। তখন কাউকে ভালো লাগেনি? উত্তরে এম্মার দাবি, আমি চাইনি কেউ আমাকে নিয়ন্ত্রণ করুক। ইউরোপের প্রবীণতম হওয়ার পাশাপাশি এম্মা মোরাো বিশ্বের পঞ্চম প্রবীণতম মানুষ। দু’টি বিশ্বযুদ্ধ দেখেছেন নিজের চোখে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ