
ছেলেদের তুলনায় মহিলাদের অনলাইনে উচ্চমানের বেতনের বিজ্ঞাপন অপেক্ষাকৃত কম দেখানো হয়৷ এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেল সাম্প্রতিক একটি গবেষণায়৷ ভারতীয় সহ অন্য মহিলারাও অনলাইনে বেশি বেতনের বিজ্ঞাপন পুরুষদের তুলনায় কম দেখতে পান বলে জানালেন গুগল অ্যাডের এক অংশের গবেষকদের গবেষণায়৷
বিজ্ঞাপনের এই বৈচিত্র কেন? বিজ্ঞাপনের টার্গেট অডিয়েন্স নিয়ে প্রশ্ন তুলছেন কারনেগি মেলন বিশ্ববিদ্যালয়৷ তাঁরা একটি গবেষণায় দেখিয়েছেন পুরুষদের তুলনায় মহিলারা ২০ হাজার ডলারের বেশি বেতনের বিজ্ঞাপন কম দেখতে পান৷
গুগল অ্যাড সিএমইউ ডেভেলপ টুলের অ্যাডফিসার দ্বারা একটি সমীক্ষায় দেখা গিয়েছে বিজ্ঞাপনের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের তথ্যটি ঠিক৷ এমনটাই জানিয়েছেন কম্পিউটার সাইন্স বিভাগের অ্যসোসিয়েট প্রফেসর অনুপম দত্ত৷
গুগল অ্যাড একটি সমীক্ষায় সমান সংখ্যক পুরুষ এবং মহিলাদের নিয়ে একটি সমীক্ষা করে দেখেছে যে পুরুষদের প্রফাইলে অনেক বেশি উচ্চ বেতনের চাকরির বিজ্ঞাপন দেখানো হয়েছে৷ পুরুষদের ৩০০ বার কোনও চাকরির বিজ্ঞাপন দেখানো হলে তা ১৮০০ বার দেখানো হয়েছে একজন পুরুষের প্রোফাইলে৷
তবে এই গবেষণায় আরেকটি তথ্য পাওয়া গিয়েছে৷ দেখ গিয়েছে একজন মানুষের অনলাইন আচরণ দেখে সেই অনুযায়ী তাকে বিজ্ঞ্যপন দেখায় গুগল অ্যাড৷