মহাবিশ্বে একটি বড়সড় ‘ব্ল্যাকহোল’ খুঁজে পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা৷ ডারহাম বিশ্ববিদ্যালয়ের একদল জ্যোতির্বিদ গবেষক এই ব্ল্যাকহোল খুঁজে পেয়েছেন বলে জানা গিয়েছে৷ সোমবার বিশ্ববিদ্যালয় তরফে একথা জানানো হয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, নাসার পরমাণু প্রতিফলক দূরবীণের সাহায্যে এই ব্ল্যাকহোল খুঁজে পেয়েছেন বলে জানা গিয়েছে৷ গবেষকদের তরফে জানানো হয়েছে, মহাবিশ্বে তাঁরা সম্প্রতি এ রকম পাঁচটি বড়সড় ব্ল্যাকহোল খুঁজে পেয়েছেন৷ গবেষকদের দাবি মহাবিশ্বে আরও এ রকম কয়েক হাজার ব্ল্যাকহোল আছে৷ তবে এই ব্ল্যাকহোল নিয়ে আর বিস্তারিত কিছু জানানো হয়নি জ্যোতির্বিজ্ঞানীদের তরফে৷
মহাবিশ্বে মিলল ‘ব্ল্যাকহোল’
