
সদ্য প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলির জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে। এর পর তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানা রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে তাঁর মরদেহ হযরত শাহজালাল (রৰ) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। অর্থমন্ত্রী আবদুল মুহিত তাঁর মরদেহ গ্রহণ করেন।
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভি, সংসদের চিফ হুইপ আসম ফিরোজ, উপাধ্যক্ষ আবদুস শহিদসহ বর্ষীয়ান রাজনীতকরা উপস্থিত ছিলেন।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে এক প্রতিক্রিয়ায় চিফ হুইপ বলেন, সৈয়দ মহসিন আলির মৃত্যুতে একজন দক্ষ রাজনৈতিক কর্মীকে হারালো আওয়ামী লীগ, যা কখনোই পূরণ হওয়ার নয়। গত সোমবার সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৰসাধীন অবস্থায় মারা যান মহসিন আলি।