মসজিদে হামলা চালানর ঘটনায় ইজরায়েল পুলিশ চারজন ইহুদিকে গ্রেফতার করেছে। সূত্রের খবর, গত সপ্তাহে জেরুজালেমের এক মসজিদে আগুন লাগিয়ে দেয় ইহুদিরা। ওই ঘটনায় ৪০ জনের মৃত্যু হয়। সেই ঘটনার তদন্তে নেমে ইজরায়েলি পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। পুলিশ আধিকারিক লুবা সামারি বলেছেন, “ওই মসজিদে রোজ প্রায় ৫০০০ লোক আসতেন সেখানেই আগুন লাগিয়ে দেওয়া হয়। যেকোনও মহুর্তে আমরা সাম্প্রদায়িক লড়াই থামাতে তৎপর।” চারজনকে গ্রেফতার করার পর তাদের স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : 486