৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মন্দির ধ্বংস করাকে যুদ্ধাপরাধ ঘোষণা করল রাষ্ট্রসংঘ

বালশামিন মন্দির ধ্বংস করাকে যুদ্ধাপরাধ বলে ঘোষণা করল রাষ্ট্রসংঘ। গত মে মাস থেকে আইএস দখলে থাকা পামিরের প্রথম শতকের মন্দির বালশামিন ধ্বংস করেছে আইএস জঙ্গিরা। সোমবার এই মন্দির ভেঙে ফেলার খবর ছড়িয়েছে। রাষ্ট্রসংঘের সাংস্কৃতিক উইং ইউনেস্কোর চিফ ইরিনা বোকভা বলেছেন, “বালশামিন মন্দির ধ্বংস করে যুদ্ধের সমান অপরাধ করেছে আইএস। বিশ্ববাসীর কাছে অনুরোধ আপনারা এর বিপক্ষে দাঁড়ান।” একই সঙ্গে ইরিনা বলেন, “সিরিয়ার মানুষ তথা বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের কাছে এ এক বড় ক্ষতি।”

গত মে মাসে পামিরের দখল নেয় আইএস। তারপর থেকেই ভেঙে ফেলা হয় একের পর এক নিদর্শন। সোমবার তাদের কোপ পড়েছে অন্যতম প্রাচীন মন্দির বালশামিনের উপর। কিছুদিন আগেই গলা কেটে হত্যা করা হয়েছে পামিরার এক প্রত্নতত্ত্ববিদকে। তারপরই এই মন্দির ধ্বংস করল আইএস জঙ্গিরা। সূত্রের খবর, প্রচুর পরিমাণ শক্তিশালী বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে বালশামিন মন্দির। যথেষ্ট জোরাল বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। আশেপাশের বেশ কিছুটা এলাকাতেও এই বিস্ফোরণের প্রভাব পড়েছে। প্রথম শতকের এই মন্দিরের দেবতা ঝড় ও বৃষ্টির দেবতা ছিলেন বলে মনে করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ