আসন্ন ২০১৬ রিও অলিম্পিক ও প্যারালিম্পিকের গ্ল্যামার অনেকটাই কমছে৷ কারণ ব্রাজিলের আর্থিক মন্দাই বাজেটে থাবা বসিয়েছে৷ ফলে উদ্ধোধনী ও সমাপ্তী অনুষ্ঠানে সেরকম জাঁকজমক দেখা যাবে না৷ যেমনটা গতবার লন্ডন অলিম্পিকে দেখা গিয়েছিল৷
রিও অলিম্পিকে অন্যতম ডিরেক্টর হয়েছেন ফার্নান্দো মেইরেলেস৷ ২০০২-এ অস্কার নমোনীত ‘সিটি অফ গোল্ড’ ছবিটি বানিয়েছিলেন ফার্নান্দো৷ তিনি বলছেন,‘ এটা প্রত্যেকেই জানে যে, ব্রাজিল অত্যন্ত অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে৷ লন্ডন অলিম্পিকে উদ্বোধনী ও সমাপ্তী অনুষ্ঠানে যে, পরিমাণ অর্থ খরচ করা হয়েছিল তাঁর দশ শতাংশও ব্রাজিলে খরচ করা হবে না৷ কিন্তু আমি অল্প বাজেটেও অলিম্পিক করতে পেরে খুশি৷ কারণ ব্রাজিলের পক্ষে টাকা অপচয় করার কোনও জায়গা নেই৷ এই দেশটার শিক্ষা থেকে নিকাশি ব্যবস্থা, প্রতিটি ক্ষেত্রেই টাকার প্রচুর প্রয়োজন রয়েছে৷ কিন্তু তা বলে এই কার্নিভালে উন্মাদনার কোনও ঘাটতি হবে না৷’