[english_date]

মন্ত্রণালয়ের অজুহাত না দেখিয়ে গলাকাটা হোল্ডিং ট্যাক্স আদায় বন্ধ করুন

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশন কতৃক অস্বাভাবিক হোল্ডিং ট্যাক্স বাতিল করে পূর্বের নিয়মে আদায় করার দাবীতে বন্দর এলাকায় এক বিশাল মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অদ্য রবিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। বর্ধিত গৃহকর প্রত্যাহার নাগরিক পরিষদ ৩৮ ও ৩৯ নং ওয়ার্ড শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই মানব বন্ধন পূর্ব প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ৩৮ নং ওয়ার্ড শাখার আহবায়ক হাজী হোসেন কোম্পানী। সংগঠনের ৩৯ নং ওয়ার্ড শাখার সদস্য সচিব মোঃ কামরুল এর সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মহল্লা সর্দার শাহনেওয়াজ চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক এস.এম আবু তাহের, সংগঠনের ৩৯নং ওয়ার্ড শাখার আহবায়ক আনোয়ার আহমদ মামুন, ৩৮ নং ওয়ার্ড শাখার সদস্য সচিব মোঃ কামাল উদ্দিন, সমাজসেবী শের আলী সওদাগর, হাজী মহসিন, মোঃ রোকন উদ্দিন, অধ্যক্ষ কামরুল হোসেন, যুবনেতা শামসুল আলম, আব্দুল আজিম, মোঃ সাগির, মোঃ জামাল, আলী নেওয়াজ মেম্বার, হাজী সেলিম, সাজ্জাদ হোসেন, মোঃ সাইফুল ইসলাম, শাহনেওয়াজ শানু, মোঃ রফিক, আব্দুল হক, মাহবুবুল আলম, স্বরূপ দত্ত রাজু, হাজী সেকান্দর, মোঃ শাহনেওয়াজ, মোঃ রায়হান, সবুজ দে রতন, মোঃ কাইয়ুম, মোঃ নোমান, মোঃ গিয়াস প্রমূখ।

সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১৯৮৬ সালের একটি বিধির অজুহাতে ঘর ভাড়ার আয়ের উপর হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করেছে। নতুন নিয়মে নির্ধারিত গৃহ কর আগের চেয়ে ১০ থেকে ১৫ গুন বেশি। ক্ষেত্র বিশেষে কোন কোন এলাকায় ২০ গুন বেশিও হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করা হয়েছে। অথচ ইতিপূর্বে সকল মেয়রগণের আমলে আকার আয়তনের ভিত্তিতে হোল্ডিং ট্যাক্স আদায় করা হতো। ইতিমধ্যে মাননীয় মেয়র মহোদয় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের নগরবাসীর সকল প্রকার আবেদন নিবেদন উপেক্ষা করে সম্পূর্ণ গায়ের জোরে নগরবাসীর উপর ট্যাক্সের খড়গ বসিয়ে দেওয়ার যে নীল নকশা হাতে নিয়েছে তাতে আমরা সত্যিকার অর্থেই ক্ষুদ্ধ। আমরা মাননীয় মেয়র মহোদয়ের এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ