৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা কাদের সিদ্দিকীর আপিলের শুনানি শেষ হয়েছে। আজ রবিবার বিকাল পাঁচটার দিকে রায় দেয়া হবে।

 
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে বেলা ১১টায় শুরু হয়ে শুনানি চলে একটা পর্যন্ত।

 
শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহম্মদ, নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ, আবু হাসিফ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী, মো. আবদুল মোবারক, ইসি সচিব মো. সিরাজুল ইসলাম, ইসির অতিরিক্ত সচিব মোকলেসুর রহমান, উপ-সচিব মো. মহসিনুল হক ছাড়াও অন্য শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
কাদের সিদ্দিকী নিজেও শুনানিতে অংশ নিয়েছেন। তাকে সহায়তা করছেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও মাহবুব হাসান রানা। কৃষক শ্রমিক জনতা লীগের দলের পক্ষে উপস্থিত রয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী।

 
শুনানি থেকে বের হয়ে কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, শুনানির রায় বিকাল ৫টার দিকে দেয়া হবে বলে তাকে জানানো হয়েছে।

 
কাদের সিদ্দিকী জানান, নির্বাচন কমিশনের প্রতি তার আস্থা আছে। মনোনয়ন ফিরে পাবেন বলেও আশা প্রকাশ করেন মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক।

 
গত ১৩ অক্টোবর টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকালে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন। পরে গত শুক্রবার তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।[review]

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ