ইলিয়াছ রিপন, মিরসরাই প্রতিনিধি :
চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় খুঁজে খুঁজে ভাসমান অসহায় মানুষদের কাছে ভালবাসা স্বরূপ শীতবস্ত্র পৌছে দিল মিরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চট্টগ্রাম জোন-১ এর সদস্যরা। সোমবার ( ২২ জানুয়ারি) মধ্য রাত হতে শীতবস্ত্র বিতরণে কাজ শুরু করে অদম্য টিম। শীত উপেক্ষা করে একটি অ্যাম্বুলেন্স নিয়ে যাত্রা শুরু করে মধ্যরাতে খুঁজে খুঁজে ভাসমান অসহায় মানুষদের কাছে কম্বল পৌঁছে দেয় তারা।
বদ্দারহাট থেকে চকবাজার, নতুন রেল স্টেশন, চৌমুহনী, আগ্রাবাদ, দেওয়ান হাট ও দেওয়ান হাট বস্তিতে গিয়ে শেষ হয় দুই দিনব্যাপী শীতবস্ত্র বিতরণের প্রথম দিনের কার্যক্রম। চট্টগ্রাম জোন-১ এর সভাপতি মাহমুদুল করিমের নেতৃত্বে প্রথম দিনের শীতবস্ত্র বিতরণের একই টিমে ছিল অদম্য-২০০৫ এর সভাপতি এনামুল হক সোহাগ, যুগ্ন সম্পাদক হাসান আরিফ, অদম্য ওয়েলফেয়াল চট্টগ্রাম জোন-১ এর অর্থ সম্পাদক জিয়াউল হক বাবলু, ত্রাণ বিষয়ক সম্পাদক রাসেদ আহমেদ, সহ ত্রাণ বিষয়ক সম্পাদক আবদুর রহমান, অদম্য ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য তানিন মাহমুদ জেরিন।
এছাড়াও অদম্য টিমের বিশেষ অনুপ্রেরণা দিতে সঙ্গে যোগদেন সাবেক কাউন্সিলর প্রফেসর শামসুজ্জামান হেলালী। অদম্য ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক কামরুল হাসান জনি বলেন, “অদম্যের প্রত্যেক সদস্যই নিবেদিত কর্মী, মনোবল চাঙ্গা রেখে শুধু সামনে এগিয়ে যেতে তারা পছন্দ করে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে ভালবাসে তারা।
অসহায়দের দ্বারে দ্বারেই পৌঁছতে চায়, পৌঁছাতে চায় ভালবাসা। শুধু তাই নয়, তারা এতটা সুশৃঙ্খল ও কর্তব্য পরায়ণ, মাঝে মাঝে আমি নিজেও তাদের কাজ দেখে অবাক হই। দুই দিন ব্যাপী শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েই অবগত করে অদম্য ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চট্টগ্রাম জোন-১ এর সদস্যরা। চট্টগ্রাম শহরের আনাচে কানাচে থাকা ভাসমান অসহায় মানুষদের অন্তত একটু হলেও শীত নিবারণের জন্যে তাদেরই এই প্রস্তুতি। ইতিমধ্যে তারা প্রথম দিনের কাজ শেষ করেছে।
মধ্যরাতে শীতার্তদের পাশে অদম্য ওয়েলফেয়ার
