৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মধ্যরাতে নৈশক্লাবে ডিক্যাপ্রিও,সাথে তিন ললনা!

সম্প্রতি অস্কারে সেরা অভিনেতার জন্য মনোনয়ন পেয়েছেন শক্তিমান তারকা অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও।সময়টা বেশ ভালোই যাচ্ছে তার । আর এর কিছুদিন আগেই পর পর হাতে উঠেছে গোল্ডেন গ্লোব ও বাফটার সেরা অভিনে22তার পুরস্কার। তবে প্রথম অস্কার ঘরে তোলার আগেই এর উদযাপনটা বোধ হয় একটু অন্য রকমভাবেই শুরু করেছেন এই হলিউডের তারকা।

যুক্তরাজ্যের একটি অনলাইন সংবাদমাধ্যম জানিয়েছে, গত রোববার রাত তিনটার পর লন্ডনের টয় রুম নৈশক্লাব থেকে বের হতে দেখা গেছে ৪১ বছর বয়সী এই অভিনেতাকে। অবশ্য ডিক্যাপ্রিও একা নন, তাঁর সঙ্গে ছিলেন তিনজন নারী।এ প্রসঙ্গে অনলাইন সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, এ সময় তাঁদের জন্য একটি গাড়ি অপেক্ষা করছিল। কালো রঙের প্যান্ট ও জ্যাকেট পরা ডিক্যাপ্রিওর সঙ্গে ছিলেন তিনজন নারী।
যদিও লিওনার্দো ডিক্যাপ্রিওকে একা অথবা মেয়েদের সঙ্গে এমন নৈশক্লাবে দেখতে পাওয়ার বিষয়টা নতুন কিছু নয়। কিছুদিন আগেও তাঁকে নিউইয়র্কের একটি নৈশক্লাবে দেখা গিয়েছিল। আর সে নৈশক্লাবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী রিয়ান্না।

গত বছর এক জন্মদিনের অনুষ্ঠানে এই দুজনকে একসঙ্গে দেখতে পাওয়ার পর থেকেই রিয়ান্না ও ডিক্যাপ্রিওর প্রেম নিয়ে জোর গুজব চলছে। তবে ব্যক্তিগত পর্যায় থেকে তাদের কোন সংবাদ জানা নি। কিন্তু ভক্তদের তো ত্বর সই না,তারা যে তেমনই কিছু শুনতে চাই!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ