২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মদে মিশছে ভায়াগ্রা

বেআইনি মদ উৎপাদনকারীরা মদে মেশাচ্ছেন পুরুষদের যৌন দুর্বলতারোধক ওষুধ ভায়াগ্রা। চিনে ঢালাও বিকোচ্ছে এরকম হাজার হাজার অ্যালকোহলের বোতল। খবর পেয়ে ভায়াগ্রা মেশানো মদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সে দেশের খাদ্য নিরাপত্তা সংস্থা।

অভিযোগ, বিজ্ঞাপনে ক্রেতাদের বলা হচ্ছে, ভায়াগ্রা মেশানো এই অ্যালকোহল ‘স্বাস্থ্য রক্ষাকারী গুণসম্পন্ন’। দক্ষিণ চিনের লিউঝু শহরে অভিযান চালিয়ে এরকম ৫ হাজারেরও বেশি এরকম বোতল আটক করা হয়েছে। সূত্রের খবর, এই মদের বোতলে সিলডেনফিল নামে একটি রাসায়নিক পাওয়া গিয়েছে যা ভায়াগ্রার অপর একটি নাম।

লিউঝু শহরের প্রশাসনের দাবি, চিনের সবচেয়ে জনপ্রিয় পানীয় ‘বাইজিউ’-এর তিন ধরণের বোতলে এই পাউডারের অস্তিত্ব পাওয়া গেছে। বাইজিউ হচ্ছে এক ধরণের বর্ণহীন এবং কড়া চিনা মদ। অভিযান চালিয়ে প্রায় ১ লক্ষ ১৩ হাজার মার্কিন ডলারের মদ উদ্ধার করেছেন খাদ্য আধিকারিকেরা।

চিনে নিয়ম অনুযায়ী, ডাক্তারের প্রেসক্রিপশন পেলে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ দিনে একটি মাত্র ভায়াগ্রা খেতে পারেন, আর ৬৫ বছরের বেশি বয়েস হলে তাঁকে কম ক্ষমতাসম্পন্ন ভায়াগ্রা দেওয়া হয়। এখন মদে এভাবে ভায়াগ্রা মেশানো হলে, সাধারণ মানুষের স্বাস্থ্য ভেঙে পড়ার আশঙ্কা করছেন খাদ্য সুরক্ষা দফতরের কর্তারা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ