১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মজা করতে গিয়ে বিয়ের পোশাকে সজ্জিত নববধূ কোমায়

আর্থনিউজ২৪: বিয়ের আসরে কনেকে নিয়ে একটু মজা করতে গিয়েছিলেন বরের বন্ধুরা। মজা করতেই পোশাকে সুসজ্জিত নববধূকে তাঁরা ছুঁড়ে দেন উপরে। এবার নববধূকে লুফে নেওয়ার পালা। আর সেখানেই ছন্দপতন। নববধূকে লুফে নিতে ব্যর্থ হন বরের বন্ধুরা। ফলে কুপোকাত ধরণীতলে নববধূ । সোজা মাটিতে এসে আঘাত করে নববধূর  মাথা। ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে পড়েন তিনি। বিয়ের পোশাকে সজ্জিত কোমাচ্ছন্ন নববধূকে নিয়ে তখন হাসপাতালে ছোটেন আত্মীয়রা। বর্তমানে ওই যুবতির শারীরিক অবস্থা স্থিতিশীল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ