১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মজাদার গাজরের কেক তৈরি করা খুবই সহজ

গাজরের কেকউপকরণ:

  • গমের আটা এক কাপ ,
  • বেকিং পাউডার আধা চা চামচ,
  • বেকিং সোডা সামান্য,
  • তেল এক কাপের চার ভাগের তিন ভাগ,
  • মধু এক টেবিল চামচ,
  • গাজর এক কাপ (কুচি করা),
  • ডিম দুটি,
  • আধা কাপ বাদাম কুচি
  • লবণ স্বাদমতো।[ad id=”28167″]
প্রণালি:
  • প্রথমে আটা, বেকিং পাউডার, বেকিং সোডা ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন।
  • এরপর এতে তেল, মধু ও ফেটানো ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
  • এবার এতে গাজর কুচি, বাদাম কুচি দিয়ে ভালো করে মাখুন।
  • একটি ৯ ইঞ্চি কেকের প্যানে মিশ্রণটি ঢেলে ওভেন ৩৫০ ডিগ্রি সেলসিয়াসে ৩৫ থেকে ৪০ মিনিট বেক করুন।
  • বেক হয়ে গেলে কেক ওভেন থেকে নামিয়ে কিছুক্ষণ ঠাণ্ডা করুন।
  • এরপর প্যান থেকে বের করে অল্প সময়ের জন্য ফ্রিজে রাখুন।
  • আপনি চাইলে কেকের ওপর ক্রিম দিয়ে সাজিয়ে নিতে পারেন।
  • ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু গাজরের কেক। 

মজার মজার রেসিপি ও টিপস, রেগুলার আপনার ফেসবুক টাইমলাইনে পেতে লাইক দিন আমাদের ফ্যান পেইজে ধন্যবাদ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ