আর্থনিউজ২৪: প্রকাশকদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে মঙ্গলবার সারাদেশে অর্ধদিবস হরতালের ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।
রোববার গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ হরতালের ডাক দেন।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফীন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট লেখক আবুল কাসেম ফজলুল হকের ছেলে। এর আগে ওই দিনই বিকেলে ব্লগার অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।
পোস্টটি যতজন পড়েছেন : ৮৯