সৌদি আরবের মক্কা নগরীতে মসজিদে আল হারামে ক্রেন ভেঙে অন্তত ৮৭ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরো বহু মানুষ। প্রাথমিকভাবে কমপক্ষে ৩০ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে সৌদি গেজেট পত্রিকা। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।
পত্রিকাটি আরো জানায়, পবিত্র হজ পালনের আগমুহূর্তে মসজিদে আল হারামে নির্মাণকাজ চলছিল। এ সময় ক্রেন শ্রমিকদের থাকার জায়গার ওপর ভেঙে পড়ে। ভারি বৃষ্টি ও ঝড়ে এই দুর্ঘটনা ঘটে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে তারা।
এ ঘটনায় কোনো বাংলাদেশি শ্রমিক বা মুসল্লির হতাহতের খবর এখনো জানা যায়নি।
এদিকে বাংলাদেশ হজ অফিসের পরিচালক ড. আবু সালে মোস্তফা কামাল জানান, আমরা মক্কায় একটি মসজিদে ক্রেন ধসের খবর পেয়েছি। তবে কোনো হতাহাতের বা বাংলাদেশি কোনো হাজি সেখানে আছে কিনা তা এখনো নিশ্চিত হতে পারিনি।
পোস্টটি যতজন পড়েছেন : 307