২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মক্কার মর্মান্তিক দুর্ঘটনায় ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করে গ্রেফতার

মক্কায় ক্রেন দুর্ঘটনায় হজ্ব যাত্রীদের মৃত্যুর ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে গ্রেফতার ভারতের তামিলনাড়ুর এক বিজেপি নেতা। ভারতের একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, তিরুমঙ্গলমের আজমের আলি নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পুলিশ গত রবিবার  বিজেপি নেতা বি ভেলমুরুগানকে গ্রেফতার করেছে পুলিশ। ভেলমুরুগান বিজেপির তামিলনাড়ু শাখার তথ্য প্রযুক্তি সেলের কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি ফেসবুকে মক্কার দুর্ঘটনা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বলে জানা গিয়েছে।

মাদুরাইয়ের বাসিন্দা ভেলুমুরুগান অনেক সময়ই ফেসবুকে  মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক পোস্ট করেন বলে অভিযোগ। আর এবার তিনি মক্কা দুর্ঘটনায় সম্পর্কে তাঁর উচ্ছ্বাসের ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেন বলে অভিযোগ।

শুধু তাই নয়, ফেসবুকে ভেলুমুরুগান মন্তব্য করেন, মক্কার ওই দুর্ঘটনায় যদি তাঁর প্রতিবেশী কেউ মারা যেত তাহলে তিনি আরও বেশি খুশি হতেন।

পুলিশ সূত্রের খবর, ভেলুমুরুগান আইটি-র স্নাতক। তিনি একটি কম্পিউটার সেন্টারও চালান। গত রবিবার তাঁকে গ্রেফতার করে বিচারবিভাগীয় আদালতে পেশ করা হয়। আদালত তাঁর বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ