১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভোলার চরফ্যাশন পৌরসভা পরিষদের ভোট গ্রহণ চলছে

ভোলার চরফ্যাশন পৌরসভা পরিষদের ভোট গ্রহণ চলছে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিকাল ৪টা পর্যন্ত টানা চলবে।

পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ভোটার ২২ হাজার ৩৩১ জন। মেয়র প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি বাদল কৃষ্ণ দেবনাথ এবং বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন প্রাক্তন মেয়র আমিরুল ইসলাম মিন্টিজ।

উপজেলা সহকারী নির্বাচন অফিসার আবু ইউসুফ জানান, পৌরসভার মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৩৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৫৭৪ জন ও নারী ভোটার ১০ হাজার ৭৫৭ জন। ৯টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ