আর্থনিউজ২৪: ভোটার হওয়ার উপযুক্ত সব নাগরিকের পাশাপাশি তৃতীয় লিঙ্গের হিজড়াদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ১৮ বছর পূর্ণ হয়েছে এবং জানুয়ারি মাসে ১৮ বছর পূর্ণ হবে বাংলাদেশের এমন সব নাগরিক জাতীয় পরিচয় পত্র বা স্মার্ট কার্ড পাবেন।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রম ২০১৫ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো: জাবেদ আলী এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, ভোটার তালিকা নির্ভুল, নিখুঁত ও স্বচ্ছ করার কাজ চলমান রয়েছে। ১৮ বছর বয়সীদের ভোটার তালিকায় অন্তর্ভূক্তকরণ এবং এ সময়ের মধ্যে যারা মারা যাবেন-তাদের তালিকা থেকে বাদ দেয়ার উদ্যোগ নেয়া হবে। এ কার্যক্রম আগামী বছরের জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।
নির্বাচন কমিশনার আরো বলেন, একটি নির্ভুল, এবং সবার কাছে গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রণয়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, পৌরসভা ও সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের দায়িত্ব হবে নিজ নিজ এলাকার মৃত ব্যক্তিদের তালিকা দিয়ে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। স্মার্ট কার্ড পাওয়ার আগে জাতীয় পরিচয় পত্রের ভুল সংশোধনের জন্য ৩১ অক্টোবর পর্যন্ত সময় আছে। স্মার্ট কার্ড তৈরি করার জন্য বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে। প্রতিটি কার্ডে ৮০ টাকা খরচ হলেও নাগরিকদের কাছ থেকে কোন টাকা বা ফি নেওয়া হবে না। তবে স্মার্ট কার্ড হারিয়ে গেলে বা ভুল সংশোধন করতে হলে ফি দিতে হবে। সেক্ষেত্রে প্রত্যেকের কাছ থেকে ২৫০ টাকা হারে ফি নেয়া হবে।
জেলা প্রশাসক মো: আনিছুর রহমান মিঞার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন, পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন, নির্বাচন কমিশনের কর্মকর্তা মিহির সারোয়ার, তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ শিরিন বেগম, মহিলা নেত্রী আঞ্জুমান আরা আকসিরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ।[review]