নির্বাচন নিয়ে বিএনপির উদ্দেশ্য হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করা বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে পৌরসভা নির্বাচন নিয়ে ব্রিফিং এ তিনি একথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটগ্রহণ শান্তিপূর্ণ হচ্ছে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘গণতান্ত্রিক এই প্রক্রিয়াগুলো সুষ্ঠুভাবে চালানো বিএনপির উদ্দেশ্য নয়। বিএনপির উদ্দেশ্য হচ্ছে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা। আগে থেকেই একটা আশঙ্কা ছিল যে বিএনপি এই নির্বাচনকে ঘিরে একটি ষড়যন্ত্র করছে। আর আজকে সকালের সূর্য ওঠার আগেই বিএনপি এই ভূমিকায় অবতীর্ণ হয়েছে।’
পোস্টটি যতজন পড়েছেন : 139
























