[english_date]

ভেন্টিলেটর ভেঙে পুলিশ হেফাজত থেকে পালাল কিশোর অপরাধী

চট্টগ্রামের একটি আদালতে হাজিরা শেষে গাজীপুর ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রা বিরতিকালে বাথরুমের ভেন্টিলেটর ভেঙে পুলিশ হেফাজত থেকে পালিয়েছে জাহিদ হাসান নামে এক কিশোর অপরাধী। রোববার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চৌদ্দগ্রামে উপজেলার ডলি রিসোর্ট নামের একটি হোটেলে এ ঘটনা ঘটে।

পলাতক কিশোর অপরাধী জাহিদ হাসান জেলার দাউদকান্দি উপজেলার দত্তবাড়ি গ্রামের জহিরুল ইসলামের ছেলে। রোববার রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের একাধিক টিম ব্যাপক তৎপরতা চালালেও তাকে গ্রেপ্তার করতে পারেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহিদ হাসান চট্টগ্রাম ডবলমুড়িং থানার একটি চুরির মামলায় এজাহারভুক্ত কিশোর অপরাধী। আদালতের নির্দেশে তাকে দীর্ঘদিন ধরে গাজীপুরের কিশোর সংশোধনাগারে রাখা হয়। গতকাল চট্টগ্রামের আদালতে তার মামলার হাজিরার তারিখ ছিল। গাজীপুর মেট্টোপলিটন পুলিশের হাবিলদার কামরুল ও কনস্টেবল নজরুল তাকে আদালতে হাজিরা শেষে একটি গণপরিবহনে করে পুনরায় গাজীপুরের দিকে রওয়ান দেন। পথে বিকেলে মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ডলি রিসোর্ট হোটেলে যাত্রাবিরতি করে। এ সময় কিশোর অপরাধী জাহিদ হাসান বাথরুমে প্রবেশ করে। দীর্ঘক্ষণ বের না হওয়ায় দায়িত্বরত পুলিশ বাথরুমের দরজার কড়া নেড়ে ভেতর থেকে বন্ধ পান। ততক্ষণে কৌশলে সে বাথরুমের ভেন্টিলেটর ভেঙে পালিয়েছে। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলের আশপাশের এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

দায়িত্বে থাকা হাবিলদার কামরুল সাংবাদিকদের বলেন, চট্টগ্রামের আদালত থেকে হাজিরা শেষে গাজীপুরে কিশোর সংশোধনাগারে নেওয়ার পথে বাসটি হোটেল ডলি রিসোর্টে যাত্রাবিরতি করে। এসময় কিশোর অপরাধী জাহিদ হাসান বাথরুমে যাওয়ার কথা বললে আমরা তাকে অনুমতি দেই। কিন্তু সে কৌশলে বাথরুমের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যায়।

রাতে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, বিষয়টি অবগত হওয়ার পর কিশোর জাহিদ হাসানকে গ্রেপ্তারে বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ