[english_date]

ভেনেজুয়েলায় সরকারবিরোধী বিক্ষোভ সহিংসতায় রূপ

ভেনেজুয়েলায় রাষ্ট্রীয় জরুরি অবস্থার মধ্যেই সরকারবিরোধী বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। বুধবার কারাকাসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের কেউ কেউ পুলিশকে লক্ষ্য করে পাথর ও বোতল ছুড়ে মারে। পুলিশও বিক্ষোভকারীদের ওপর পাল্টা টিয়ার গ্যাস ছোড়ে।ঘটনাস্থল থেকে অন্তত চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, সরকারের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে শুরু হওয়া বিক্ষোভের তৃতীয় দিনে বিরোধীরা জাতীয় নির্বাচনী পরিষদ ভবনের উদ্দেশ্যে যাত্রা করলে পুলিশ বাধা দেয়। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হলে এক পর্যায়ে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে।

বিশ্বের সবচেয়ে তেলসমৃদ্ধ দেশগুলোর একটি হলেও গত তিন বছর ধরে অর্থনৈতিক সংকটে রয়েছে ভেনেজুয়েলা। এ বছর সে সংকট আরও চরম রূপ ধারণ করে। দেশটিতে খাদ্য ও ওষুধের অভাব দেখা দিয়েছে, বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে, ব্যাপক মুদ্রাস্ফীতির মধ্যে লুটপাটের মতো ঘটনা ছড়িয়ে পড়ছে। তবে বরাবরই এ সংকটকে সাম্রাজ্যবাদীদের চক্রান্ত বলে দাবি করে আসছে ভেনেজুয়েলার সরকার।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ