২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভেঙে পড়া ক্রেনটি ছিল বিন লাদেন পরিবারের

সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে ভেঙে পড়া ক্রেনটি ছিল ওসামা বিন লাদেনের পরিবারের মালিকানাধীন একটি কোম্পানির৷ শনিবার প্রধান মসজিদে নির্মাণকাজ চলার সময় ক্রেনটি ভেঙে পড়ে মৃত্যু হয় কমপক্ষে ১০৭ জনের৷

জার্মান কোম্পানির ক্রেনটি বিন লাদেন গ্রুপের বলে জানা গিয়েছে৷ ওসামা বিন লাদেনের বাবা মহম্মদ ছিল এই কোম্পানির প্রতিষ্ঠাতা৷ সৌদি আরবে এই কোম্পানির ব্যাপক এবং লক্ষণীয় প্রভাব রয়েছে। বিন লাদেন পরিবারের এই সংস্থা ১৪০ কোটি পাউণ্ড স্টারলিং ব্যয়ে মসজিদের নির্মাণ কাজ চালাচ্ছিল৷

এ কোম্পানিটির আওতায় সৌদি আরবে আরও বড় বড় প্রকল্পের কাজ চলছে৷ এরই অন্যতম হল  হারামাইন হাইস্পিড রেল লিংক। মক্কা-মদিনা হাইস্পিড রেলওয়ে নামেও পরিচিত ৪৫৩ কিলোমিটারের এ প্রকল্প বাস্তবায়িত হলে মক্কা-মদিনার মধ্যে যাতায়াত অনেক সহজ হবে৷

এ ছাড়া, সৌদি বন্দর নগরী জেদ্দায় বিশ্বের সর্বোচ্চ ভবন কিংডম টাওয়ার নির্মাণের কাজও করছে বিন লাদেন গ্রুপ৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ