৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভুল ধরিয়ে দিতে শক্তিশালী বিরোধী দল প্রয়োজন : অর্থমন্ত্রী

বুধবার রাতে সিলেট প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ও ফ্যামিলি নাইট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য অর্থমন্ত্রী বলেন, ‘যখন কোনো সরকার দীর্ঘসময় ক্ষমতায় থাকে তখন অতি আত্মবিশ্বাসী হয়ে যায়। নিজের ভুল দেখতে পায় না। এই ভুল ধরিয়ে দেয়ার জন্য প্রয়োজন শক্তিশালী বিরোধী দল।’বিরোধী দল সংসদে থাকলে গণতন্ত্র শক্তিশালী হয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা সংসদে বিরোধী দলের অভাব অনুভব করছি। এর জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দায়ী।’ সরকারের বস্তুনিষ্ঠ সমালোচনা, দেশের উন্নয়নে জনমত গঠনে সংবাদ মাধ্যমকে যথাযথ দায়িত্ব পালনেরও আহ্বান জানান অর্থমন্ত্রী।মন্ত্রী আরও বলেন, ‘সিলেটের সংবাদ মাধ্যম বেশ সমৃদ্ধ। সিলেটে এমন কিছু সাংবাদিক ও সম্পাদক ছিলেন যারা অত্যন্ত সাহসের সাথে দেশের জাতীয় ও রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এর জন্য আমরা গর্ববোধ করি।’

জাতীয় জীবনে সংবাদ মাধ্যম অত্যন্ত প্রয়োজনীয় উলে­খ করে মন্ত্রী বলেন, ‘বস্তুনিষ্ট সংবাদ সরকারের উন্নয়ন কার্যক্রমকে তরান্বিত করে। কারণ, সরকার অনেক সময় অতি আত্মবিশ্বাসী হয়ে যায়। যে কারণে নিজের ভুল নিজের চোখে পড়ে না। সংবাদ মাধ্যমের সমালোচনা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখে।’সিলেটের সাংবাদিকদের পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সাংবাদিকদের কষাঘাত অত্যন্ত শক্তিশালী। তাদের গঠনমূলক সমালোচনা আমাদের আরো সমৃদ্ধ হতে সাহায্য করে।’

দেশের প্রয়োজন ও সমস্যা চিহ্নিত করে উন্নয়নের লক্ষ্যে জনমত গঠনে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান অর্থমন্ত্রী।

সিলেটের সাংবাদিকতার শতবর্ষের ঐতিহ্যের স্মারক এই প্রতিষ্ঠানটি প্রথম বারের মতো অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে। এতে বৃটিশ পার্লামেন্টের এমপি, লেবার ফ্রেন্ডস বাংলাদেশের প্রতিনিধি, জাতিসংস্থ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি, সিলেটের রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ