[english_date]

ভুটানে গেলেন সানজিদা-মারিয়া-রুপনারা, অপেক্ষায় কৃষ্ণা

ভুটানের ন্যাশনাল উইমেন্স লিগে অংশ নিতে আরও পাঁচ বাংলাদেশি নারী ফুটবলার রবিবার সকালে ঢাকায় থেকে রওনা দিয়েছেন। এর আগে ৬ এপ্রিল চার ফুটবলার পাড়ি জমিয়েছিলেন পারো এফসির হয়ে খেলতে।

রবিবার যারা ভুটানের রাজধানী থিম্পুতে গেছেন, তারা হলেন—মাসুরা পারভিন, রুপনা চাকমা, সানজিদা আখতার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র। এদের মধ্যে মাসুরা ও রুপনা খেলবেন থিম্পু সিটি এফসির হয়ে; অন্যদিকে সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার খেলবেন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে।

এই দলেই সুযোগ পেয়েছেন ফরোয়ার্ড কৃষ্ণা রানি সরকারও। তবে তার ওয়ার্ক পারমিট না হওয়ায় আপাতত যাওয়া হয়নি।

এর আগে সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতু পর্ণা চাকমা গিয়েছিলেন পারো এফসির হয়ে খেলতে। জাতীয় দলের কোচ পিটার বাটলার ছুটি শেষে ফিরে ৭ এপ্রিল থেকে ক্যাম্প শুরু করলেও ১৮ সিনিয়র ফুটবলারের মধ্যে কেউই এখনও ফেডারেশনের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেননি।

ভুটানের নারী লিগ শুরু হবে ২৫ এপ্রিল, চলবে চার মাস ধরে। বাংলাদেশি ফুটবলারদের অংশগ্রহণে এবার ভুটানের লিগে আলাদা মাত্রা যোগ হতে যাচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ