[english_date]

ভিডিও কল ও চ্যাট করুন ফ্রি-তে

earthযারা ফোনের বিল দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছেন, তাদের জন্যই মূলত এই সুবিধা।

হ্যাংআউটসের মাধ্যমে খুব সহজেই আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে ফ্রি-তে ভিডিও কল অথবা ভয়েজ কল করতে পারবেন। শর্ত হচ্ছে শুধু অপর পাশেও গুগল ‘হ্যাংআউটস’ ডাউনলোড করা থাকতে হবে।

তবে অপর পাশে হ্যাংআউটস না থাকলে সরাসরি ফোন নাম্বারেও কল করা যাবে। সেক্ষেত্রে অল্প পরিমাণে টাকা কাটা হবে। এছাড়া ফটো মেসেজ, এমএমএস, ভয়েজ মেসেজ, চ্যাট সুবিধাসহ নানান স্টিকারও ফ্রি-তে পাঠানো যাবে এই হ্যাংআউটসের মাধ্যমে।

এন্ড্রয়েড স্মার্টফোন ও আইওএস এবং ডেস্কটপের জন্য হ্যাংআউটস অ্যাপসটি পাওয়া যাচ্ছে। এন্ড্রয়েড ব্যবহারকারীরা এখানে ক্লিক করে প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন হ্যাংআউটস।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ