আব্দুল্লাহ আল মামুন, দিনাজপুর:
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুধবার দিনাজপুরের পার্বতীপুরের উপজেলা আইটিসি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন ভবনের শুভ উদ্ধোধন করেছেন মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
সারা দেশে ১২৫টি আইসিটি ট্রেনিং এন্ড রির্সোস সেন্টার উদ্ধোধনের অংশ হিসেবে বুধবার সকাল সাড়ে দশটায় পার্বতীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভান আয়োজন করা হয় ।
প্রধান মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নব নির্মিত ইউআইটিসিই ভবন উদ্ধোধনের পর শুরু হয় আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শমসের আলী মন্ডল, উপজেলা কৃষি অফিসার আবু ফাত্তাহ মোঃ রওশন কবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন শাহি, পৌর মেয়র এজেডএম মেনহাজুল ইসলাম, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল আলম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতষ্ঠানের প্রধান শিক্ষক, অধ্যক্ষ, ম্যানেজিং কমিটির সভাপতি ও সাংবাদিকবৃন্দ।