
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়। নিজস্ব ফেসবুকে পেজে স্ট্যাটাস দিয়ে দেশবাসীকে শহীদ ছাত্রদের স্বরণ করার আহবান জানান তিনি।
My greetings to all Bengalis on this Martyrs’ Day. On this day let us take a moment to remember those brave students who stood up for our mother tongue and were shot down by the brutal Pakistani regime. We will never forget their sacrifice.
আমি গভীর শ্রদ্ধার সঙ্গে আজকের শহীদ দিবস স্মরণ করছি। এ দিনে আসুন আমরা সেই সাহসী ছাত্রদের স্মরণ করি যারা আমাদের মাতৃভাষার জন্য মাথা তুলে দাঁড়িয়ে নির্দয় পাকিস্তানি শাসকদের গুলির শিকার হয়েছিলেন। আমরা তাঁদের আত্মত্যাগ কখনও ভুলব না।
পোস্টটি যতজন পড়েছেন : ৯৬