
আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ দেয়া হবে বলে নিজ দলের খেলোয়াড়দের সতর্ক করলো পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদি। ভারতে অনুষ্ঠিতব্য টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইতোমধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আফ্রিদি বলেছেন চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং বাংলাদেশে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের পারফরমেন্স বিবেচনায় ‘শেষ মুহূর্তে’ দলে পরিবর্তন করা হতে পারে। ক্রিকবাজ ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, উভয় ইভেন্টের জন্য যে দল ঘোষণা করা হয়েছে- আমরা আশা করছি তাতে কোন পরিবর্তন আনতে হবেনা। কিন্তু কোন খেলোয়াড় এশিয়া কাপে ব্যর্থ হলে টি-২০ বিশ্বকাপের দলে পরিবর্তন আনা হতে পারে।
আফ্রিদি বলেন, চলমান পিএসএলে যে সকল খেলোয়াড় ভাল করছে, টি-২০ বিশ্বকাপের দলে তাদেরকে বিবেচনা করা হবে। তিনি বলেন, পিএসএলে সবাইকে মুগ্ধ করা খেলোয়াড়রা টি-২০ বিশ্বকাপের জন্য বিবেচনায় আসবে। পিএসএলে ভাল পারফরমেন্স করা দুই খেলোয়াড় মোহাম্মদ নওয়াজ এবং রুম্মন রইস। এশিয়া এবং টি টোয়েন্টি বিশ্বকাপ উভয় দলেই জায়গা পেয়েছেন তারা।
টি টোয়েন্টি বিশ্বকাপের দল জমা দেয়ার জন্য ৮ ফেব্রুয়ারি সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু পিসিবির অনুরোধে সে সময়সীমা দুই দিন বাড়ানো হয়েছিল। আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, সদস্য দেশগুলো নিজ দলের কম্বিনেশন ঠিক করতে ৮ মার্চ পর্যন্ত সুযোগ পাবে।
উঠতি খেলোয়াড়রা পিএসএল থেকে উপকৃত হবে বলে আফ্রিদি আশা প্রকাশ করেন এবং ভবিষ্যতে পাকিস্তান জাতীয় দলের হয়ে ভাল করবেন বলে মনে হয় তার।