ভালবাসা দিবসে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকার আত্মহত্যা। বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামে শনিবার রাতে বিষপান করে স্মৃতি ঘরামী নামে ওই স্কুল ছাত্রী। রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আগৈলঝাড়া থানার এসআই আবুল কাশেম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মন্টু ঘরামীর মেয়ে বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী স্মৃতি ঘরামীর সাথে প্রতিবেশী বিজয় রায়ের ছেলে রাম কৃষ্ণ রায়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমিক রাম কৃষ্ণ ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। গত বৃহস্পতিবার স্বরস্বতি পূঁজা উপলক্ষে বাড়ি আসে রাম কৃষ্ণ। শনিবার বিকেলে রামকৃষ্ণ তার দীর্ঘদিনের প্রেমিকা স্মৃতির ভালবাসার সম্পর্ক প্রত্যাখ্যান (ছিন্ন) করে। এতে অভিমান করে শনিবার রাতেই[ad id=”28167″] স্মৃতি কীটনাশক পান করলে স্বজনরা তাকে মুর্মূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে স্মৃতির মৃত্যু হয়। বিষপানের আগে স্মৃতির নিজহাতে লেখা দুটি চিরকুট এবং তার মুঠোফোনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
এসআই আবুল কাশেম আরো বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে। স্মৃতির পরিবার মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।