[english_date]

ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ দেখতে গ্যালারিতে বেকহ্যাম

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মাঠে নেমেছে নিউজিল্যান্ড ও স্বাগতিক ভারত। এই ম্যাচ দেখতে ‍মুম্বাইয়ের গ্যালারিতে উপস্থিত হয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম।

 

বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগেই হাজির হয়েছেন বেকহ্যাম। ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে সঙ্গে মাঠে প্রবেশ করে দুই দলের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলান তিনি।

 

আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের দূত হিসেবে তিনদিনের জন‌্য এই ইংলিশ কিংবদন্তি ভারত সফরে এসেছেন। সেই সুবাদে বেকহ‌্যামের সেমিফাইনাল দেখতে হাজির হয়েছেন মুম্বাইয়ে। এর আগে ভারতে পা রেখে বিভিন্ন শহরে ঘুরে বেড়িয়েছেন তিনি। শহরের বিভিন্ন রাস্তায় কিংবদন্তি ফুটবলারকে বিভিন্ন রূপে দেখা গেছে। কখনও গলির ক্রিকেট খেলেছেন, আবার কখনওবা ছোট ছেলে-মেয়েদের সঙ্গেও সময় কাটিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও-ও ভাইরাল হয়েছে।

 

ভিডিওতে দেখা যায়, বেকহ্যাম বেশ কিছু ছোট ছেলে-মেয়েদের সঙ্গে ফুটবল খেলছেন। ওই সময় তিনি গুজরাটে ছিলেন। আর সেখানেই একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আশ্রমের শিশুদের সঙ্গে সময় কাটান বেকহ্যাম। পরে তাদেরকে তিনি অটোগ্রাফও দেন। এছাড়া আশ্রমের ছেলে-মেয়েদের সঙ্গে ছবিও আঁকতে দেখা যায় তাকে। সেই সব মুহূর্ত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন বেকহ্যাম।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ