[english_date]

ভারতে বাংলাদেশের এবং বাংলাদেশে ভারতের মিশন হবে

আসামের গৌহাটিতে বাংলাদেশের এবং সিলেট ও খুলনায় ভারতের মিশন খোলার বিষয়ে দু্ই দেশ সম্মত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সন্ধ্যায় হাসিনা-মোদি যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী মোদি ও ভারতের জনগণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আজ আমাদের কাছে পেয়ে আমরা আনন্দিত। গর্বিত। বাংলাদেশের জন্য আজ এক ঐতিহাসিক মুহূর্ত। মহান স্বাধীনতার সময় ভারতের কৃতজ্ঞতার কথা আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।”

শেখ হাসিনা বলেন, “নরেন্দ্র মোদির বলিষ্ঠ নেতৃত্বে দুই দেশের সমস্যার সমাধান হওয়ায় আমরা আনন্দিত।  এ জন্য ভারতের জনগণ এবং ভারতের সব রাজনৈতিক দলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ